৮ দাবিতে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের অবস্থান ধর্মঘট শুরু

ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা
ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা  © ফাইল ফটো

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও নীতিমালা বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছেন শিক্ষকরা। আজ সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

আট দফা দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটাবেজ চূড়ান্ত করা; মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করা।

ধর্মঘটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, সমন্বয়ক আলহাজ্ব কাজী ফয়েজুর রহমান, মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদীসহ বিভিন্ন জেলার পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত আছেন।

আরও পড়ুন- ‘সেকেন্ড টাইমের’ দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশ ভর্তিচ্ছুদের

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমার মানবেতর জীবনযাপন করছি। মাদরাসা ছেড়ে আমাদের আজ এখানে বসতে হচ্ছে। আমাদের নানা সমস্যা রয়েছে। কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আজ আমরা অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছি। তারা আরও বলেন, আমাদের দাবির বিষয়টি সব মহল স্বীকার করে। কিন্তু এ ন্যায্য দাবি আদায় হচ্ছে না কেন? তা আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যেখানে প্রস্তাবনা দিয়েছে। প্রধানমন্ত্রী সেই প্রস্তাবনা অনুমোদন দিয়েছেন। এরপরও ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন পাওয়ায় বাধা কোথায়? শিক্ষকরা বলেন, আমাদের দাবি মানা না হলে প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence