অনলাইন বেটিং বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

অনলাইন বেটিং, গ্যাম্বলিং বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ মাদ্রাসা অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হলো।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক  (প্রশাসন) লুৎফর রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন বেটিং, গ্যাম্বলিং, ফরেন এক্সচেঞ্জ/ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং হুন্ডি কার্যক্রমে জড়িত না হওয়ার বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা তৈরির প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল মাদ্রাসাকে নির্দেশনা দেওয়া হলো।


সর্বশেষ সংবাদ