সিনেমাখোর?

জানতেই হবে বিবিসি জরিপে শ্রেষ্ঠ একশ মুভির নাম

৩১ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM
একশ সিনেমার মধ্যে শ্রেষ্ঠ আকিরা কুরোসার সেভেন সামুরাই (১৯৫৪)

একশ সিনেমার মধ্যে শ্রেষ্ঠ আকিরা কুরোসার সেভেন সামুরাই (১৯৫৪)

কষ্ট করে ল্যারি পেইজের গুগলে ‘সেরা চলচ্চিত্র’ লিখে সার্চ দেবেন? আচ্ছা থাক; বাংলায় দিতে হবে না। ইংরেজিতে লিখুন- ‘Best Movie of the World'. দিয়েছেন? সরি! দেবেন কীভাবে? সময়-ই তো দিলাম না। ছেড়ে দিন; এটাও দিতে হবে না। সার্চ দিলে যে কয়েক’শ পণ্ডিতের কয়েক হাজার জরিপ আসবে। সেটা শুধু আমি না, আপনিও ভাল জানেন। কী, জানেন না? মিটিমিটি হাসছেন? সততার সঙ্গে জবাব দিন তো- এর আগে এমন সার্চ একবারও দেননি? অবশ্য নাও দিতে পারেন। তবে ভালো মুভির সন্ধান যে এর-ওর কাছে করেছেন; সে ব্যাপারটা কিন্তু নিশ্চিত।

ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি কালচার’ আপনার এই সন্ধানের গুরুত্ব বুঝেছে। শুধু বুঝেছে বললে ভুল হবে; দিশাও দিয়ে দিয়েছে বলা যায়।  দীর্ঘ তিন বছর ধরে জরিপ চালিয়ে শতাব্দীজুড়ে চলা সেরা ১০০ মুভি বাছাই করেছে প্রতিষ্ঠানটি। বিবিসি বলছে, ‘সংস্কৃতি’ সীমানা দ্বারা আবদ্ধ নয়। শুধু ভাষার কারণে দুর্দান্ত একটি চলচ্চিত্র উপভোগে বাঁধা হবে; সেটা অবশ্যই কাম্য নয়। তাছাড়া চলচ্চিত্রের ভাষা সর্বজনীন। একটি জাতির পরিচয় ও ইতিহাস তুলে ধরা হয় এই চলচ্চিত্রের মাধ্যমে। তাই তারা বিভিন্ন ভাষা থেকে বাছাই করে ১০০ চলচ্চিত্র নির্বাচন করেছে।

জরিপের তথ্য,  এসব মুভিতে ২৪ দেশের ৬৭ পরিচালকের ১৯টি ভাষার কাজ রয়েছে। এর মধ্যে ফরাসি ভাষায় সর্বাধিক ২৭টি, দ্বিতীয় সর্বোর্চ্চ মান্দারিন ভাষায় ১২টি এবং ইতালিয়ান ও জাপানি ভাষায় ১১টি করে মুভি নির্বাচিত হয়েছে। এসবের বাইরেও বেলারুশিয়ান, রোমানিয়ান এবং উলফ ভাষায় নির্মিত কয়েকটি চলচ্চিত্র স্থান পেয়েছে।

জরিপে ১৫তম স্থান পায় একমাত্র বাংলা চলচ্চিত্র সত্যজিৎ রায়ের পথের পাঁচালী

 

জানা যায়, পুরো এই বাছাই প্রক্রিয়া শেষে জাপানি মুভি ‘সেভেন সামুরাই’টি প্রথম স্থান অধিকার করেছে। আকিরা কুরোসাওয়া পরিচালিত এ ছবিটি ১৯৫৪ সালে মুক্তি পেয়েছিল। তালিকায় সেরা দশে থাকা চলচ্চিত্রগুলো হচ্ছে- বাইসাইকেল থিবস্, টোকিও স্টোরি, রাশোমন, দ্যা রুল অব দ্যা গেম, পার্সোনা, ১/২, দ্য ৪০০ ব্লোস, ইন দ্যা মুড ফর লাভ এবং লা ডলস। জরিপে একমাত্র বাংলা চলচ্চিত্র হিসেবে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ মুভিটি ১৫তম স্থানাধিকার করছে।

চলুন, সময় নষ্ট না করে ইতিহাস সেরা মুভিগুলোর নাম নীচের দিক থেকে জানা যাক-
১০০. ল্যান্ডস্কেপ ইন দ্যা মিস্ট (থিও অ্যাঞ্জেলোপুলোস, ১৯৮৮) ৯৯. অ্যাশেজ এবং ডায়মন্ডস (আন্দ্রেজে ওয়াজদা, ১৯৫৮) ৯৮. ইন দ্যা হিট অব দ্যা সান (জিয়াং ওয়েন, ১৯৯৪) ৯৭. টেস্ট অব চেরি (আব্বাস কিরোস্টামি, ১৯৯৭) ৯৬. শোআ (ক্লাউড ল্যানজম্যান, ১৯৮৫) ৯৫. ফ্লোটিং ক্লাউডস (মিকিও নারুউজ, ১৯৫৫) ৯৪ হোয়ার ইস দ্যা ফ্রেন্ডস হোম? (আব্বাস কিয়ারোস্টামি, ১৯৮৭) ৯৩. রেইস দ্যা রেড ল্যান্টার্ন (ঝাং ইয়ামু, ১৯৯১) ৯২. সিনস্ ফ্রম এ ম্যারিজ (ইংমার বার্গম্যান, ১৯৭৩) ৯১. রাইফিফি (জুলস দাসিন, ১৯৫৫) ৯০. হিরোশিমা মন আমোর (অ্যালাইন রেসনেস, ১৯৫৯) ৮৯. ওয়াইল্ড স্ট্রবেরিস (ইঙ্গমার বার্গম্যান, ১৯৫৭) ৮৮. দ্য স্টোরি অফ দ্য লাস্ট ক্রাইস্যান্থেমাম (কেঞ্জি মিজোগুচি, ১৯৩৯) ৮৭. নাইবার অফ ক্যাবিরিয়া (ফেডেরিকো ফেলিনি, ১৯৫৭) ৮৬. লা জেটি (ক্রিস মার্কার, ১৯৬২) ৮৫. উম্বার্টো ডি (ভিটোরিও দে সিকা, ১৯৫২) ৮৪. দি ডিসক্রিট চার্ম অব দ্যা বুর্জিয়াসি (লুয়িমস বুনুয়েল, ১৯৭২) ৮৩. লা স্ট্রাডা (ফেডেরিকো ফেলিনি, ১৯৫৪) ৮২. অ্যামেলি (জিন-পিয়ের জুনেট, ২০০১) ৮১. সেলিন এবং জুলি গো বোটিং (জ্যাকস রিভেট, ১৯৭৪) ৮০. দ্যা ইয়ং অ্যান্ড দ্যা ডেমন্ড (লুইস বুনিয়েল, ১৯৫০) ৭৯. রান (আকিরা কুওরোওয়া, ১৯৮৫) ৭৮. ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন (আং লি, ২০০০) ৭৭. দ্যা কনফর্মিস্ট (বার্নার্ডো বার্টোলুসি, ১৯৭০) ৭৬. ইউ তু মামা তাম্বিন (আলফোনসো কুওরন, ২০০১) ৭৫. বেল দে ডি জার (লুইস বুনুয়েল, ১৯৬৭) ৭৪. পিয়েরোট লে ফৌ (জিন-লুক গডার্ড, ১৯৬৫) ৭৩. ম্যান উইথ অ্যা মুভি ক্যামেরা (ডিজিজ ভার্টভ, ১৯২৯) ৭২. ইকিরু (আকিরা কুরোসায়া, ১৯৫২) ৭১. হ্যাপি টুগেদার (ওয়াং কার-ওয়াই, ১৯৯৭)

৭০. ল'এলিসিস (মাইকেলহেলজো আন্তোনিওনি, ১৯৬২) ৬৯. আমোর (মাইকেল হানেক, ২০১২) ৬৮. উগেটসু (কেজি মিজোগুচি, ১৯৫৩) ৬৭. দ্য এক্সটার্মিনেটিং এঞ্জেল (লুইস বুনুয়েল, ১৯৬২) ৬৬. আলী: ফেয়ার ইটস দ্যা সোল (রেইনার ওয়ার্নার ফ্যাসিবিন্ডার, ১৯৭৩) ৬৫. অর্ডেট (কার্ল থিওডোর ড্রায়ার, ১৯৫৫) ৬৪. থ্রি কালারস: ব্লু (ক্রিজিজ্টফ কিসলোস্কি, ১৯৯৩) ৬৩. স্প্রিং ইস এ স্মল টাউন (ফি মু, ১৯৪৮) ৬২. তৌকি বউকি (জিব্রিল ডিওপ ম্যামেটি, ১৯৭৩) ৬১. সানসো দ্যা বেলিফ (কেজি মিজোগুচি, ১৯৫৪) ৬০. কনটেম্পট (জিন-লুক গাডার্ড, ১৯৬৩) ৫৯. কাম এ্যান্ড সি (এলেম ক্লিমভ, ১৯৮৫) ৫৮. দ্যা এরিংস অব দ্যা মাদাম দে ...(ম্যাক্স ওফুলস, ১৯৫৩) ৫৭. সোলারিস (আন্দ্রে তারকভস্কি, ১৯৭২) ৫৬. চুংকিং এক্সপ্রেস (ওং কার-ওয়াই, ১৯৯৪) ৫৫. জুলস্ এবং জিম (ফ্রাঙ্কো ট্রাফট, ১৯৬২) ৫৪. ইট ড্রিংক ম্যান ওম্যান (এং লি, ১৯৯৪) ৫৩. লেট স্প্রিং (ইয়াসুজিরো ওজু, ১৯৪৯) ৫২. অ হাশার্ড বাথালজার (রবার্ট ব্রেসন, ১৯৬৬) ৫১. দ্যা আমব্রেলস অব চেরবুর্গ (জ্যাক্স ডেমি, ১৯৬৪) ৫০. এল আতালান্ত (জিন ভিগো, ১৯৩৪) ৪৯. স্টলকার (আন্দ্রে তারকভস্কি, ১৯৭৯) ৪৮. ভিরিডিয়ানা (লুইস বুনুয়েল, ১৯৬১) ৪৭. ৪ মান্থস, ৩ উইকস্ এ্যান্ড ২ ডেস (ক্রিস্টিয়ান মুঙ্গি, ২০০৭) ৪৬. চিলড্রেন অব প্যারাডাইস (মার্সেল কার্নে, ১৯৪৫) ৪৫. ল'আভেন্টুরা (মাইকেলহেলজো আন্তোনিওনি, ১৯৬০) ৪৪. ক্লিও ফ্রম ৫ টুন ৭ পর্যন্ত (আগ্নেয় ওয়ার্ড, ১৯৬২) ৪৩. বিউ ট্রাভেইল (ক্লায়ার ডেনিস, ১৯৯৯) ৪২. সিটি অব গড (ফার্নান্দো মিররেলস, কাতিয়া লুন্ড, ২০০২) ৪১. টু লাইভ (ঝাং ইয়িমু, ১৯৯৪) ৪০. আন্দ্রে রুবেলভ (আন্দ্রে তারকভস্কি, ১৯৬৬) ৩৯. ক্লোস-আপ (আব্বাস কিরোস্তামি, ১৯৯০) ৩৮. অ্যা ব্রাইটার সামার ডে (এডওয়ার্ড ইয়াং, ১৯৯১) ৩৭. স্পিরিটেড অ্যাওয়ে (হায়ো মিয়াজাকি, ২০০১) ৩৬. লা গ্রান্ডে ইলুশান (জিন রনোওর, ১৯৩৭) ৩৫. দি ল্যাপার্ড (লুচিনো ভিসকন্টি, ১৯৬৩) ৩৪. উইংস অফ ডিজায়ার (উইম ওয়েন্ডার্স, ১৯৮৭) ৩৩. প্লেটাইম (জ্যাকস তাতি, ১৯৬৭) ৩২. অল এ্যাবাউট মা মাদার (পেড্রো আলমডোভার, ১৯৯৯) ৩১. দ্যা লাইভস অব অদারস্ (ফ্লোরিয়ান হেনকেল ভন ডোনসমারমার, ২০০৬)

২য় অবস্থানে ভিটোরিও দে সিকা'র বাইসাইকেল থিবস্। ১৯৪৮ সালে নির্মিত ছবিটি 

 

৩০. দ্যা সেভেনথ সিল (ইংমার বার্গম্যান, ১৯৫৭) ২৯. ওল্ডবয় (পার্ক চ্যান-ওয়াক, ২০০৩) ২৮. ফ্যানি এ্যান্ড আলেকজান্ডার (ইংমার বার্গম্যান, ১৯৮২) ২৭. দ্য স্পিরিট অব দ্য বেইভিভ (ভিক্টর ইরিস, ১৯৭৩) ২৬. সিনেমা প্যারাডিসো (জিউসেপ টর্নেটোর, ১৯৮৮) ২৫. ইয়া ইয়ে (এডওয়ার্ড ইয়াং, ২০০০) ২৪. ব্যাটলশিপ পটেমকিন (সের্গেই এম এজেনস্টাইন, ১৯২৫) ২৩. দ্য প্যাশন অফ জোয়ান অফ আর্ক (কার্ল থিওডোর ড্রায়ার, ১৯২৮) ২২. প্যান এর ল্যাবরেটরি (গিলার্মো ডেল টোরো, ২০০৬) ২১. অ্যা সেপারেশন (আসগার ফরহাদি, ২০১১) ২০. দ্যা মিরর (আন্দ্রে তারকভস্কি, ১৯৭৪) ১৯. দ্যা বেল অব আলজিয়ার্স যুদ্ধ (গিলো পন্টকোভার, ১৯৬৬) ১৮. এ সিটি অব স্যাডনেস (হাও হিসিয়াও-হিসিয়েন, ১৯৮৯) ১৭. আগুয়েরে, দ্যা রথ অব দ্যা গড (ওয়ার্নার হেরজগ, ১৯৭২) ১৬. মেট্রেপলিস (ফ্রেটজ ল্যাং, ১৯২৭) ১৫. পথের প্যাঁচালী (সত্যজিৎ রায়, ১৯৫৫) ১৪. জ্যানি ডিলম্যান, ২৩ কমার্স কোয়ে, ১০৮০ ব্রাসেলস (চান্তাল কের্মান, ১৯৭৫) ১৩. এম (ফ্রিটজ ল্যাং, ১৯৩১) ১২. ফেয়ারওয়েল মাই কনকিউবাইন (চেন কাইগে, ১৯৯৩) ১১. ব্রেথলেস (জিন-লুক গোদার্ড, ১৯৬০) ১০. লা ডলস ভিটা (ফেডেরিকো ফেলিনি, ১৯৬০) ৯. ইন দ্যা মুড ফর লাভ (ওয়াং কার-ওয়াই, ২০০০) ৮. দ্য ৪০০ ব্লোস (ফ্রাঙ্কোস ট্রাফট, ১৯৫৯) ৭. ১/২ (ফেডেরিকো ফেলিনি, ১৯৬৩) ৬. পার্সোনা (ইংমার বার্গম্যান, ১৯৬৬) ৫. দি রুল অব দ্যা গেম (জিন রেনিওর, ১৯৩৯) ৪. রাশোমন (আকিরা কুরোসা, ১৯৫০) ৩. টোকিও স্টোরি (ইয়াসুজিরো ওজু, ১৯৫৩) ২. বাইসাইকেল থিবস্ (ভিটোরিও দে সিকা, ১৯৪৮) এবং ১. সেভেন সামুরাই (আকিরা কুরোসা, ১৯৫৪)।

বিবিসি কালচারের অনুরোধ- এসবের বাইরেও ভাল লেগেছে, এমন কতগুলো সিনেমা সিনেমা দেখছেন? হ্যাশট্যাগ করে তাদের ফেসবুক ও টুইটার পেইজে বার্তা পাঠান এভাবে #WorldFilm100।

ইংরেজিতে মুভিগুলোর নাম দেখতে ক্লিক করুন

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬