গণগ্রন্থাগার প্রাঙ্গনে চলেছে সায়েন্স ফিকশন বই মেলা

২১ অক্টোবর ২০১৮, ০৭:৩৮ PM

© সংগৃহীত

পাঁচ শতাধিক বই নিয়ে প্রতি বছরের মতো এবারও শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তর প্রাঙ্গণে চলছে সায়েন্স ফিকশন বইমেলা। গতকাল শনিবার বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস) বিজ্ঞানের কল্পকাহিনীর জনপ্রিয় সব বই নিয়ে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করেছে। মেলা চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

‘এসো এসো, সায়েন্স ফিকশন বইমেলা ২০১৮-তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের অজানা জগতে’ স্লোগান নিয়ে গতকাল দুপুরে বইমেলার উদ্বোধন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, কথাসাহিত্যিক দীপু মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সায়েন্স ফিকশন সোসাইটির সহ সভাপতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ। সংগঠনের দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সবুজ। সভাপতিত্ব করেন সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি কথাসাহিত্যিক মোশতাক আহমেদ।

আলী ইমাম বলেন, ‘লেখকেরা যখন কল্পনা ও বিজ্ঞানের সাহায্যে নতুন পৃথিবীর কথা বলেন, তখন পাঠকও সেই চিন্তায় আলোড়িত ও অনুপ্রাণিত হয়। কিশোর-কিশোরী, তরুণ-তরুণী শুধু নয়, সব বয়সের পাঠকই পড়ে সায়েন্স ফিকশন বই।’

বিশেষ অতিথি মোস্তফা কামাল বলেন, ‘১৫ বছর আগে যখন প্রথম সায়েন্স ফিকশন লিখি, তখন এ ধারার পাঠক কম ছিল, প্রকাশকেরও আগ্রহ কম ছিল। কিন্তু সায়েন্স ফিকশন বর্তমানে সাহিত্যের জনপ্রিয় এক ধারা হয়ে উঠেছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সায়েন্স ফিকশন বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পদক তুলে দেন। দ্য সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সাত দিনের এ মেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞানবিষয়ক বই ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে। উৎসবের সর্বোচ্চসংখ্যক বই ক্রেতাকে সমাপনী দিনে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। 

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬