৬০ টাকা কেজি মসুরের ডাল, সয়াবিন তেলের লিটার ১০০

ভর্তুকি মূল্যে আজ থেকে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি
ভর্তুকি মূল্যে আজ থেকে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি  © ফাইল ছবি

ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে বিক্রি শুরু হবে। সারাদেশে এক কোটি পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে এ পণ্য বিক্রি করা হবে। তবে এবার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর মালিবাগে এর উদ্বোধন করবেন। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, ফ্যামিলি কার্ডধারীরা ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির পাঁচ কেজি চাল ও ১০০ টাকা দরে সয়াবিন তেল দুই লিটার কিনতে পারবেন।

আরো পড়ুন: কুমিরকে পাল্টা কামড় দিয়ে প্রাণে বাঁচলেন কৃষক

উপকারভোগীরা ৭০ টাকা দরে এক কেজি চিনিও নিতে পারবেন। তবে চিনি কয়েকটি স্থানে বিক্রি করা হবে। কোন কোন এলাকায় বিক্রি হবে, তা অবশ্য জানানো হয়নি। নির্ধারিত ডিলারের কাছ থেকে ফ্যামিলি কার্ডধারীদের পণ্য সংগ্রহ করতে হবে।


সর্বশেষ সংবাদ