এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৪ হাজার ৭৯৪ পরীক্ষার্থী

পরীক্ষার্থীর খাতা দেখছেন কক্ষ পরিদর্শক
পরীক্ষার্থীর খাতা দেখছেন কক্ষ পরিদর্শক  © ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আজ সোমবার ৪ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  এদিন ১০টি শিক্ষা বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর)  বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকালে নয়টি শিক্ষা বোর্ডে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আর এদিন সকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন কারিগরি শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষা ছিলো না।

সোমবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১ জন পরীক্ষার্থী। তিনি মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী ছিলেন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে  সকালে পরীক্ষা ছিলো ২ লাখ ৬৯ হাজার ১৩৮ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৩৬৫ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭৭৩ জন। 

অন্যদিকে বিকেলে ২ হাজার ৩৪৬ জনের পরীক্ষা ছিল। তাদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১জন। এদিন সব মিলিয়ে ৪ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

সকালের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৪৬৫ জন, রাজশাহী বোর্ডের ৫৭৫ জন, কুমিল্লা বোর্ডের ২৪ জন, যশোর বোর্ডের ৩৪২ জন, চট্টগ্রাম বোর্ডের ৬ জন, সিলেট বোর্ডের ১৭ জন, বরিশাল বোর্ডের ৪২ জন, দিনাজপুর বোর্ডের ২০২ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০৭ জন ও আলিমের ২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

আর বিকেলের পরীক্ষায় রাজশাহী বোর্ডের ৮ জন, যশোর বোর্ডের ২ জন, চট্টগ্রাম বোর্ডের ৭ জন, বরিশাল বোর্ডের ১ জন ও দিনাজপুর বোর্ডের ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ