ডাকসুর গঠনতন্ত্র অনুবাদ করেছে ছাত্র ইউনিয়ন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৪:৪৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে স্বচ্ছ ধারনা তৈরির লক্ষ্যে এবং সহজে বোঝার সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ এর গঠনতন্ত্র অনুবাদ করেছে ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সাদনান সাকিব গঠনতন্ত্র অনুবাদ করেন।
রবিবার বিকাল থেকে অনুদিত গঠনতন্ত্রের কপি বিতরণ করছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ। শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ এ বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'গঠনতন্ত্র ইংরেজিতে থাকায় এর বিভিন্ন ধারা বুঝতে অনেকের সমস্যা হতো। সে বিষয়টি বিবেচনার আমরা গঠনতন্ত্র অনুবাদের পরিকল্পনা গ্রহণ করি। শিক্ষার্থীরা সংগঠনের ঢাবি শাখা সাধারণ সম্পাদক রাজিব দাসের কাছ থেকে এর কপি সংগ্রহ করতে পারবে।
যোগাযোগ-০১৫২১১১২০৫৪