কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে ইস্ট ওয়েস্ট

০৭ নভেম্বর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে ইস্ট ওয়েস্ট

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে ইস্ট ওয়েস্ট © সৌজন্যে প্রাপ্ত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫’ এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

বুধবার (৬ নভেম্বর) এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস। র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় তাদের অবস্থান ৪৪১-৪৫০ এর মধ্যে। গতবছর এশিয়ার মধ্যে র‍্যাঙ্কিংয়ের ৪৫১-৫০০ এর মধ্যে ছিল এই উচ্চশিক্ষালয়টি।

কিউএসের এবারের র‍্যাঙ্কিংয়ে মহাদেশের ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। তালিকায় নাম রয়েছে বাংলাদেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।

র‍্যাঙ্কিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। তালিকায় তার পরের অবস্থানে আছে যথাক্রমে ব্র্যাক ইউনিভার্সিটি, ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে।

র‍্যাঙ্কিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই র‍্যাঙ্কিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে। প্রতি বছরের নভেম্বর মাসের শুরুতে তালিকাটি প্রকাশ করা হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামীতে আরও এগিয়ে চলার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ তারা। 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ২ জেলায়
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইয়েমেন সংলগ্ন আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা সৌদি জোট…
  • ০৩ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার সেই ৪৫ জন কারাগারে
  • ০৩ জানুয়ারি ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫ শতাধিক
  • ০৩ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলায় ৫ মার্কিন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!