বাউবিতে ডিজাস্টার ম্যানেজমেন্টে স্নাতকোত্তরের সুযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টের (দুর্যোগ ব্যবস্থাপনা) তৃতীয় ব্যাচের (জানুয়ারি ২০২৫) ভর্তি কার্যক্রম আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের ক্লাস  অনুষ্ঠিত হবে অনলাইনে এবং প্রতি শুক্র ও শনিবারে হবে টিউটোরিয়াল ক্লাস। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করা শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

মানবিক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এমডিএম প্রোগ্রামে ভর্তিতে যোগ্য বিবেচিত হবেন।

শর্তাবলি
*দুই বছর মেয়াদি ৪ সেমিস্টারে (প্রতি সেমিস্টার ৬ মাস) মোট ১৬টি কোর্স (৬৪ ক্রেডিট) সম্পন্ন করতে হবে;

*এমডিএম প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীকে প্রোগ্রাম সম্পন্ন করতে হবে;

আরও পড়ুন: মেরিন ক্যাডেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানতে হবে সাঁতার

ভর্তিবিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ

*আবেদন শুরু: ৮ অক্টোবর;

*আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর; 

*প্রাথমিক মনোনীত তালিকা প্রকাশ: ৪ ডিসেম্বর;

*মৌখিক পরীক্ষা: ১২-১৩ ডিসেম্বর;

*চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৮ ডিসেম্বর;

*ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন: ১৯ ডিসেম্বর ২০২৪ থেকে ৯ জানুয়ারি ২০২৫;

*ওরিয়েন্টেশন: ১৭ জানুয়ারি ২০২৫;

*টিউটোরিয়াল ক্লাস: ২৪ জানুয়ারি ২০২৫ থেকে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে Admission সেকশনে থাকা Open School অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আবেদনপদ্ধতি, কোর্স ফি-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

d3bea277-d73e-4d6f-95f7-c3d01c08c035  


সর্বশেষ সংবাদ