৩ বছরের বেশি সময় কোমায় থেকে না ফেরার দেশে স্কুলছাত্র আনাস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ জুন ২০২০, ১২:৪৯ PM , আপডেট: ১২ জুন ২০২০, ০১:০৩ PM
সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ তিন বছর দুই মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল আবুধাবির মেরিল্যান্ড স্কুলের ছাত্র আনাস আবছার (১৮)। গতকাল বৃহস্পতিবার আমিরাতের ওয়েস্টার্ন রিজিওন সীলার একটি হাসপাতালে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
নবম শ্রেনীতে পড়াকালীন আনাস আবছার ২০১৭ সালের ১৮ এপ্রিল স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে এক সহপাঠীর বাসায় নোট সংগ্রহ করতে যাওয়ার সময় মুসাফফায় একটি জেব্রা ক্রসিংয়ে দ্রুতগামী একটি গাড়ির আঘাতে আহত হয়ে চিরদিনের মত বদলে যায় জীবন।
দীর্ঘ ৩ বছর ২ মাস প্রথমে আবুধাবীর মাফরাক পরে সীলার হাসপাতালে কোমায় থেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মরহুম আবতাহি সিদ্দিকী (আনাস আবছার) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়ার প্রবাসী মোসাফফাহ'র ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট ও কার্গো এশিয়ার স্বত্বাধিকারী এবং কার্গো এসোশিয়েনের সাধারন সম্পাদক মোহাম্মদ আবছার এর জৈষ্ঠ্য পুত্র সন্তান।
তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে। আনাসের মা-বাবা, ভাইবোনসহ দীর্ঘদিন ধরে আবুধাবিতে বসবাস করছিল।