২৪ ঘণ্টায় রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা  © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ৯০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। সর্বশেষ হিসেবে, দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩ হাজার ২২৭ জন। একইসাথে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। আর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট  মৃত্যু হয়েছে ৯৯ জনের।

এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৮ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করুন নিউজিল্যান্ডে

স্বাস্থ্য অধিদপ্তরের  প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৫২৮ জন। আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ২ হাজার ১৪৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে মোট ভর্তি  আছেন এক হাজার ৭৯ জন।

প্রসঙ্গত, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৮ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৬ হাজার ৯৩৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২৩ হাজার ৬১২ জন বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।


সর্বশেষ সংবাদ