বন্দি বিক্রমপুরীকে মারধরের অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ AM
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আতাউর রহমান বিক্রমপুরীকে মারধরের অভিযোগ সত্য নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে জঙ্গিবাদ–সম্পর্কিত বক্তব্যের জেরে কারাগারের কয়েদি বা হাজতিদের দিয়ে আতাউর রহমান বিক্রমপুরীকে মারধর করা হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে জানায়, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
কারা অধিদপ্তর আরও জানায়, আতাউর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিরাপদ ও সুস্থ রয়েছেন। একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের গুজব ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গত বুধবার তিন মাসের ডিটেনশন আদেশের পর আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এ হস্তান্তর করা হয়।