অধ্যাপক ড. ইউনূস © সংগৃহীত
তিনদিনের জাপান সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি যাত্রা শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
জাপান সফরের অংশ হিসেবে অধ্যাপক ড. ইউনূস টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম: এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গেও বৈঠক করেন।