জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব— আব্দুল হামিদে ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা  © সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুরে ডিসি অফিসে এক বৈঠকে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন: আবদুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

এ সময় তিনি বলেন, ‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’

পরে উপদেষ্টা কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, লিচুতে অনেক সময় বেশি কীটনাশক প্রয়োগ করা হয়। যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ বিষয়ে কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ দেন তিনি। কৃষকদের উদ্দেশে বলেন, লিচু যখন পেকে যাবে, তখন আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না। এটা মানুষের জন্য চরম ক্ষতিকর।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিসচিব এমদাদুল্লাহ মিয়ান, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান, ব্যস্থাপনা পরিচালক তরিকুল আলমত, প্রকল্প পরিচালক মোজাফ্ফর হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence