কাল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে পারবে সিএনজি-মোটরসাইকেলও

  © টিডিসি সম্পাদিত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনার অংশ হিসেবে, আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য নির্দিষ্ট টোল পরিশোধ করতে হবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির অনুরোধের পরিপ্রেক্ষিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে নির্ধারিত টোল পরিশোধপূর্বক সর্বোচ্চ ৪০ কিলোমিটার/ঘণ্টা গতিসীমা মেনে এবং এক্সপ্রেসওয়ের বাম পাশের সেইফ লেন ব্যবহার করে এই সময়সীমার মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছে।

তবে, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এড়াতে ওভারস্পিড এবং লেন পরিবর্তন করলে আইন প্রয়োগের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে বলেও ডিএমপি জানিয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল সকাল সাড়ে ১০টায় লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে যাবেন। এই উপলক্ষ্যে রাস্তায় অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় ডিএমপি সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য এই বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় জনসাধারণকে রাস্তার পরিবর্তে ফুটপাতে অবস্থান করার অনুরোধও করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence