রসিকে বেতন-বোনাসের দাবিতে প্রধান নির্বাহীকে অবরুদ্ধ

রংপুর সিটি কর্পোরেশন
রংপুর সিটি কর্পোরেশন  © টিডিসি ফটো

রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন নগর ভবনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। বকেয়া পরিশোধের দাবিতে তারা প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। এ কারণে শিশুদের টিকা প্রদান, নাগরিকত্ব সনদ প্রদানসহ সব ধরনের সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।  

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেন আন্দোলনরত কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেবা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।  

এরপর অবরুদ্ধ অবস্থায় পড়েন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। আন্দোলনকারীদের শান্ত করতে একাধিক বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। পরে সকাল ১১টায় অফিস ছেড়ে চলে যান প্রশাসক শহিদুল ইসলাম।

আন্দোলনকারীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী ২৩ তারিখের আগেই বেতন-বোনাস পরিশোধের কথা থাকলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নেমেছেন।  

প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা জানান, পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। তিনি আন্দোলনরত কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ করলেও তারা অনড় রয়েছেন।  

এতে চরম দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন অফিসের ফটকে তালা দেখে হতাশ হয়ে ফিরে গেছেন।  

আন্দোলনকারীরা জানিয়েছেন, বকেয়া বেতন-বোনাস পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে।


সর্বশেষ সংবাদ