দেরিতে কলেজে আসেন শিক্ষক-কর্মচারীরা, বেতন কাটার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

লালমাটিয়া সরকারি মহিলা কলেজ
লালমাটিয়া সরকারি মহিলা কলেজ  © ফাইল ছবি

দেরিতে কলেজে আসেন রাজধানীর মুহম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অনেক শিক্ষক–কর্মচারী। এক কারণে তাদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৭ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বারবার সতর্ক করার পরও অনেকে দেরি করে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, মূলত সতর্কতার জন্য এটি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা মাসে সাত দিন দেরিতে আসবেন তাদের এক দিনের বেতন কাটা হবে। সাত থেকে ১০ দিন দেরিতে এলে দুদিনের, ১১ থেকে ১৪ দিন হলে তিনদিনের এবং ১৫ দিনের বেশি দেরি করলে সাত দিনের বেতন কাটা হবে।

আরো বলা হয়েছে, যেসব শিক্ষকের ক্লাস সকাল সোয়া ৮টায়, তাদের যথাসময়ে উপস্থিত হয়ে ক্লাস নিতে হবে। ক্লাস না থাকলেও সব শিক্ষককে বাধ্যতামূলক আগের নির্দেশনা অনুযায়ী ৯টার মধ্যে উপস্থিত হতে হবে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর নোটিশ দেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারিতে আবার নোটিশ দেওয়া হয়। একইভাবে কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে ৮টায় এবং বিভাগের কর্মচারীদের ৮টার মধ্যে উপস্থিত হতে হবে।

ইতোমধ্যে যেসব শিক্ষক দেরিতে উপস্থিত হয়েছেন, তাদের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও ডিজিটাল হাজিরায় দেখা যাচ্ছে, অনেকেই দেরিতে আসছেন। বিষয়টি উদ্বেগের ও দুঃখজনক। এ জন্য ১১ সেপ্টেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি উপস্থাপন করা হয়। সেখানে বেতন কাটার সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: সাত কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রার ভবনে যেতে হবে না: অধ্যাপক সুপ্রিয়া

নির্ধারিত সময়ের পর কলেজে উপস্থিত হলে বেতন কাটা হবে। দেরিতে কলেজে আসা দায়িত্ব অবহেলার শামিল হবে। এ সিদ্ধান্ত একাডেমিক কমিটির সভার তারিখ ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে ‍জানানো হয়েছে।

জানা গেছে, লালমাটিয়া মহিলা কলেজ আগে বেসরকারি ছিল। সম্প্রতি জাতীয়করণ বা সরকারি হয়েছে। তবে শিক্ষক-কর্মচারীরা সরকারি হতে পারেননি। দীর্ঘ প্রক্রিয়ায় কাজটি হয়। সরকারি হওয়ার আগপর্যন্ত শিক্ষক-কর্মচারী কলেজ থেকে বেতন পাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence