৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বার্সাকে বিদায় করে ফাইনালে ইন্টার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
শ্বাসরুদ্ধকর, অকল্পনীয়, রীতিমত অবিশ্বাস্য! সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অবিস্মরণীয় সেমিফাইনাল। পরতে পরতে রোমাঞ্চ আর টানটান উত্তেজনায় লড়াইটা জমেছিল একদম ম্যাচের শেষমুহূর্ত পর্যন্ত। তবে রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে শেষমেশ ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানই শেষ হাসি হেসেছে।
শেষদিকে প্রত্যাবর্তনের গল্পের ইঙ্গিত দিয়েও ৪-৩ গোলে হেরে নিজেদের বিদায় নিশ্চিত করেছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।
গল্পটা বার্সার মাঠেই ইন্টারের নামে রচিত হতে পারত। ম্যাচের ৩০ সেকেন্ডে দুই গোলের লিড নিয়েছিল তারা। তবে দুর্দান্ত কামব্যাক করে বার্সা। যার সমাপ্তি ঘটে ৩-৩ গোলের সমতায়।
দ্বিতীয় লেগেও প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় ইতালিয়ান জায়ান্টরা। এরপর বিরতি থেকে ফেরার পর ৩-২ গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু বার্সার স্বপ্ন গুড়িয়ে দিয়ে সমতায় ফেরার পর ইনজুরি টাইমের গোলে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিকরা।
এদিন ম্যাচের ২১তম মিনিটে প্রথম লিড নেয় ইন্টার। কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এরপর ৪৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কালগানগলু। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা ফেলার স্বপ্ন বুনেছিল দ্য হিরোনস খ্যাত ইন্টার।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে বার্সা। ৫৪তম মিনিটে এরিক গার্সিয়া, ৬০তম মিনিটে দানি অলমোর গোলে সমতায় ফেরার পর রাফিনহার গোলে ফাইনালে পা রাখার উল্লাস করে স্প্যানিশ জায়ান্টরা।
তবে গল্পের শেষটা তখনো লেখা বাকি রেখেছিল স্বাগতিকরা। ৯৩তম মিনিটে গোল করে সবাই নিশ্চুপ করে দেন আছার্বিক। আর বার্সা শিবিরে শেষ পেরেক ঠুকে দেন ফ্রাত্তেসি। এতে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার।