ভারতের বিপক্ষে রক্ষণে জুটি বাঁধবেন হামজা-তপু
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৪:৫৫ PM

ভারতের শিলংয়ের বৈরী আবহাওয়ার সঙ্গে রোববার বিকেলে অনুশীলনে অন্যরকম এক বাংলাদেশের দেখা মিলেছিল। জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলনে লাল-সবুজের মধ্যমণি ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। ঠিক যেন, চিরচেনা এক আমেজে অনুশীলনে মেতেছিলেন ব্রিটিশ প্রবাসী এই ফুটবলার। অল্প কয়েক দিনেই জামাল ভূঁইয়া-তারিক রায়হান কাজীরাও তাকে আপন করে নিয়েছেন। আর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে রক্ষণভাগে হামজার সঙ্গে তপুর জুটি দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
লেস্টার সিটির জার্সিতে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় ছিলেন হামজা। শেফিল্ড ইউনাইটেডেও একই ভূমিকায় দেখা গিয়েছে তাকে। তবে ভারতের বিপক্ষে কোনো ভূমিকায় হামজা মাঠ মাতাবেন, তা এখনো নিশ্চিত করেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এদিকে দলীয় সূত্র বলছে, ভারতের বিপক্ষে হামজাকে ডিফেন্সিড মিডফিল্ডার হিসেবেই দেখা যেতে পারে। রক্ষণ মজবুত করতে হামজার পেছনে তপুকে খেলানো হতে পারে। আবার বাংলাদেশ লিড নিতে পারলে, একই সারিতে রক্ষণের ভূমিকায় দাঁড়াতে পারেন তপু ও হামজা। বাংলাদেশের অনুশীলনেও এমন ইঙ্গিত মিলেছে।
হামজার সঙ্গে মাঠে জুটি বাঁধা নিয়ে তপুর মন্তব্য, ‘সব কিছু মিলিয়ে তার সঙ্গে আমাদের খুব ভালো বন্ডিং হয়েছে, যেটা খুব জরুরি। এটা যদি আমরা ধরে রাখতে পারি, দিন শেষে আমরা ভালো রেজাল্ট করতে পারব।’
বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার যোগ করেন, ‘হামজা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ভালোভাবে মিশেছেন। সবার সঙ্গে ভালো সম্পর্ক তার। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কীভাবে আমাদের উন্নতি করতে হবে। আমি সব সময় তার সঙ্গে কথা বলি। সব সময় ফুটবল নিয়ে কথা হয় না, পরিবার নিয়েও কথা হয়। তিনি ইংল্যান্ডে কীভাবে থাকেন, খাওয়া-দাওয়া নিয়েও আলাপ হয়।’
এদিকে স্বল্প সময়ে হামজার সঙ্গে বন্ধুত্ব হলেও ভারতের সেটপিস নিয়ে মূলত ভয় তপুর। জাতীয় দলের অভিজ্ঞ এ ডিফেন্ডারের দাবি, সেটপিসে বিপজ্জনক ভারত।
তার ভাষ্যমতে, ‘সেটপিস নিয়ে কাজ হয়েছে অনেক দিন। শেষ ম্যাচে ভারত গোল করেছে সেটপিসে। আমাদের পরিকল্পনা রয়েছে যেন সেটপিসে গোল হজম না করি।’