চীনে আন্তর্জাতিক ছাত্র সংগঠনের শীর্ষ পদে বাংলাদেশিরা

২৩ জানুয়ারি ২০২১, ০৯:৪৮ AM
ছাত্র সংগঠনের শীর্ষ পদ পওয়া শিক্ষার্থীরা

ছাত্র সংগঠনের শীর্ষ পদ পওয়া শিক্ষার্থীরা © সংগৃহীত

চীনের হুবেই প্রদেশের চায়না থ্রি গর্জেস ইউনির্ভাসিটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (আইএসএ) এর বিশটি পদের মধ্যে শীর্ষ ৯টি পদে বাংলাদেশি শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপ্তম আইএসএ লিডার কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী জিয়াউর হক শুভ। মিনিস্টার পদে রায়হান শাহ্, আমির সোহেল, এ আর রাফি, নজরুল ইসলাম এবং ভাইস মিনিস্টার পদে আল শাহরিয়ার, সাজ্জাদ হোসেন মাসুম, জোবায়ের হোসেন ও আব্দুল মুন্নাফ মুন্না জায়গা করে নিয়েছেন।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাইয়ের পর ২০ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। সপ্তম আইএসএ লিডার কমিটি গঠনে বিশ্ববিদ্যালয়ের নোটিশের প্রেক্ষিতে অর্ধশতাধিক দেশের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন পদে আবেদন করেন। 

বর্তমানে চায়না থ্রি গর্জেস ইউনির্ভাসিটিতে একশজনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর আগেও এ সংগঠনের প্রেসিডেন্ট পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক বাংলাদেশি নির্বাচিত হয়েছিলেন এবং কার্যকালে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শা…
  • ০৪ জানুয়ারি ২০২৬