চলতি বছর ব্যালন ডি’অর পাবে না কেউ

  © সংগৃহীত

চলতি বছর দেওয়া হচ্ছে না ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের কারণে উপযুক্ত পরিস্থিতি না থাকায় পুরস্কার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।

গত এক দশকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ভাগাভাগি করে নিয়েছেন এই মর্যাদাপূর্ণ পুরস্কার। বিশ্বে করোনার প্রকোপের কারণে চলতি বছরের মার্চের শেষদিকে সব ফুটবল লিগ বন্ধ হয়ে যায়। তবে এখন ধীরে ধীরে শুরু হচ্ছে।

এদিকে স্থগিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগও। আগামী আগস্টে নতুন ফরম্যাটে শুরু হওয়ার কথা ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় এই আসর। এরমধ্যে বিপত্তির কারণে ব্যালন ডি’অর পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল ফের বলেন, ‘চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

যে মানদণ্ডে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা হয়তো এবার কোনো ফুটবলারের মধ্যে পাওয়া যাবে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ