রাত ১০টায় চমকপ্রদ খবর দেওয়ার ঘোষণা পরীমণির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯ PM

ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে সবসময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময়েই ভক্তদের সঙ্গে নানা মুহূর্তের ঘটনা কিংবা ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। এবার ভালোবাসার মানুষকে পরিচয় করিয়ে দিতে লাইভে আসছেন এই অভিনেত্রী। জানালেন, চমকপ্রদ খবর দেওয়ার ঘোষণা।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমন কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, লাইভে, আজ রাত ১০ টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইন এর পরিচয় করিয়ে দেবো।
নায়িকার এই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ লিখেছেন, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।
পোস্টের কমেন্টে সাগর নামের একজন লিখেছেন, ইনশাল্লাহ অপেক্ষায় রইলাম। আমি জানি এই মুহূর্তে আপনার সন্তান ছাড়া ভালোবাসার অতি উত্তম ব্যক্তি আর কেউ নেই।