আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় মাতাবেন জেমস 

জেমস
জেমস  © সংগৃহীত

 

মঞ্চে জেমস মানেই যেন অন্য রকম উন্মাদনা। উপস্থিত দর্শকদের পাগলামো আর হৈ-হুল্লোড়। আবারও মঞ্চ মাতাতে প্রস্তুত এই রকস্টার। আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত কনসার্টে গাইবেন তিনি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে চলছে ‘তারুণ্যের উৎসব’। গত ১১ তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হচ্ছে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি। মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপনী চমক হিসেবে থাকছেন জেমস ও তার দল।

বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালযয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে  অনুষ্ঠিত হবে মেগা কনসার্ট। কনসার্টে উপস্থিত থাকবেন ব্যান্ড আর্টসেল এবং নগরবাউল জেমস। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।’


সর্বশেষ সংবাদ