আল্লু অর্জুনের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন রাশমিকা

রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন
রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন  © সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদের এক থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুর ঘটনা ঘটে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে এই ঘটনায় দেশটির পুলিশ দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে। নানা রকম ঝামেলার পর জামিন পেয়েছেন এই নায়ক। 

এ ঘটনায় মুখ খুলেছেন সিনেমাটিতে অভিনয় করা রাশমিকা মান্দানা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দুটি ঘটনায় আমি মর্মাহত।’

এর আগে চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ভক্তের। সেই মর্মান্তিক খবর আল্লুর কানে পৌঁছতেই ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সাহায্য করেছেন অভিনেতা। 

শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। তবে আজ এই ঘটনার কারণে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন। দক্ষিণী সুপারস্টার গ্রেপ্তার হওয়ার পর হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘তদন্ত চলছে। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

হায়দরাবাদে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকি, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারী। তার ৯ বছরের ছেলেও গুরুতর আহত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence