২০২৪ সালে গুগল সার্চে জনপ্রিয় ১০ ব্যক্তি কে?

গুগল
গুগল  © সংগৃহীত

বর্তমান জগতে মনে কোনো প্রশ্ন জাগলেই সমাধান হিসেবে মনে চলে আসে গুগলের নাম। চলছে বছরের শেষ মাস। প্রতি বছরের মতো এবারও ২০২৪ সালে গুগলের সার্চ ইঞ্জিনে যেসব মানুষকে বেশি খোঁজা হয়েছে তার তালিকা প্রকাশ করেছে গুগল।

সাধারণত খেলোয়াড়, শিল্পী বা তারকাদের নাম ই উঠে আসে এ তালিকার শীর্ষে। তবে এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে রাজনীতি জগতের একজন ব্যক্তিকে; তিনি ডোনাল্ড ট্রাম্প। 

২০২৪ সাল ছিল ডোনাল্ড ট্রাম্প এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। নভেম্বরের নির্বাচনে জিতে তিনিই এখন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

গুগলের সার্চ বারে দ্বিতীয় তালিকায় আছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। এ বছর তিনি আক্রান্ত হয়েছিলেন মরণব্যাধি ক্যান্সারে। জানুয়ারিতে তার পেটে হয়েছিল অস্ত্রোপচার। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়েলসের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। এসব কারণে তিনি আছেন তালিকায় দ্বিতীয় অবস্থানে।

তালিকার তৃতীয় অবস্থানে আছেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দল থেকে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলেন ট্রাম্পের সাথে। তবে শেষ পর্যন্ত তিনি ট্রাম্পের কাছে হেরে যান।

চতুর্থ অবস্থানে আছেন আলজেরিয়ার সোনার মেয়ে ইমানি খেলিফ। তিনি ছেলে না মেয়ে এই নিয়েই ছিল বিতর্ক।

এরপর পঞ্চম অবস্থানে আছেন জো বাইডেন। ইউক্রেন ও গাজা যুদ্ধের বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা, নির্বাচন, বয়সসহ নানা কারণে সারা বছরই আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

৬ নম্বরে আছেন হেভিওয়েট বক্সিংয়ের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়দের একজন মাইক টাইসন। ৭ নম্বরে স্থান করে নিয়েছেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

তালিকায় ৮ নম্বরে আছেন স্পেনের ফুটবলার লামিনে ইয়ামাল। ৯ ও ১০ নম্বরে আছেন যথাক্রমে  যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস ও প্রভাবশালী মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক শন কম্বস।


সর্বশেষ সংবাদ