চলে গেলেন ‘এই পদ্মা, এই মেঘনা’ গানের স্রষ্টা

গীতিকার, সুরকার আবু জাফর আর নেই
গীতিকার, সুরকার আবু জাফর আর নেই  © সংগৃহীত

বাংলাদেশের তুমুল জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘এই পদ্মা, এই মেঘনা’ গানের স্রষ্টা, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অধ্যাপক আবু জাফর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। 

তিনি বলেন, 'তার (আবু জাফর) মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি নেয়া হচ্ছে। ঢাকায় কোনো জানাজা হবে না আবু জাফর স্যারের। তবে গ্রামে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, কুষ্টিয়া সরকারি কলেজে একটি জানাজা হবে। তারপর তাকে গ্রামের কবরস্থানে সমাহিত করা হবে।'

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আবু জাফর। অবস্থা গুরুতর হওয়ায়  বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সিসিইউতে ছিলেন তিনি। এ অবস্থায় একদিন পরই তার মৃত্যুর খবর ভেসে এলো।

আরও পড়ুন: ঢাবির ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল নিয়ে অপেশাদার কারবার, শিক্ষার্থীদের টাকার শ্রাদ্ধ

আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে ‘এই পদ্মা, এই মেঘনা’ গানটি বিবিসি জরিপে সর্বকালের সেরা ২০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল। রচিত অন্যান্য সংগীতের মধ্যে  ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’ প্রভৃতি উল্লেখযোগ্য।'

গানের বাইরে বেশ কিছু বই লিখেছেন আবু জাফর। এর মধ্যে নতুন ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য) উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, আবু জাফর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন।


সর্বশেষ সংবাদ