ঢাবির ফেসবুক পেজ ও নিউজ পোর্টাল নিয়ে অপেশাদার কারবার, শিক্ষার্থীদের টাকার শ্রাদ্ধ
- তাওসিফুল ইসলাম
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ PM
‘University of Dhaka’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। পাশাপাশি রয়েছে ‘DU Timez’ নামে একটি নিউজ পোর্টাল। তবে এ পেজ ও পোর্টালের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ বা সমন্বয় নেই। জনসংযোগ দপ্তর বলছে, তারা এসব পরিচালনার সঙ্গে যুক্ত নয়। পেজটি ২০১৪ সালের ১২ নভেম্বর একটি ব্যক্তিগত ইমেইল আইডি ব্যবহার করে খোলা হয়েছিল।
অপরদিকে নিউজ পোর্টালটি পরিচালনার জন্য প্রতি বছর কয়েক লাখ টাকার বাজেট বরাদ্দ থাকে। এতে শিক্ষার্থীদেরও আর্থিকসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এখন বিকল্প পেজ খুলে সেটি ভেরিফায়েড করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা
‘University of Dhaka’ ফেসবুক পেজটি ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে খোলা হয়েছিল। এটিতে ২০২১ সালের ২৪ অক্টোবর সর্বশেষ পোস্ট করা হয়। এরপর থেকেই নিষ্ক্রিয়। সূত্র জানায়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমানের ব্যক্তিগত ইমেইল আইডি দিয়ে পেজটি খোলা হয়েছিল। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পেজটি আমার ব্যক্তিগত ইমেইল দিয়ে খোলা হয়েছিল কিনা নিশ্চিত নই। যদি তা হয়ে থাকে, আমি বিশ্ববিদ্যালয়কে পেজ পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত।’
নিউজ পোর্টালের জন্য ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ৯ বছরে প্রায় ১৯ লাখ ৭৫ হাজার টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ লাখ টাকা উত্তোলন করা হয় চলতি বছরের ২৪ মার্চ।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মডারেটর অথবা উপদেষ্টা থাকে। সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার আমাকে শুরুর দিকে দায়িত্ব দিয়েছিলেন, যেন DU Timez টিমকে গাইড করি। আমি প্রযুক্তি খুব বেশি বুঝি না। যদি আমার মেইল দিয়ে খোলা হয়ে থাকে, তবে আমি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে প্রস্তুত। তারা ফেসবুক পেজের অ্যাক্সেস নিক। আমি চাই, বিশ্ববিদ্যালয়ের এসব বিষয় সুন্দরভাবে চলুক।’
প্রথম দুই বছর যুক্ত থাকার পর দেশের বাইরে চলে যাওয়ায় নিউজ পোর্টালটির অগ্রগতি জানেন না বলে উল্লেখ করেন এ অধ্যাপক। অন্যদিকে ফেসবুক পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে প্রশাসন সম্প্রতি উদ্যোগ নিয়েছে। ‘The University of Dhaka’ নামে নতুন একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, যা ভেরিফিকেশনের প্রক্রিয়ায় রয়েছে।
নিউজ পোর্টাল: বাজেট আছে কিন্তু কার্যক্রম নেই
‘DU Timez’ নিউজ পোর্টালের জন্য ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ৯ বছরে প্রায় ১৯ লাখ ৭৫ হাজার টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ লাখ টাকা উত্তোলন করা হয় চলতি বছরের ২৪ মার্চ। তবে এ পোর্টালের কার্যক্রম দৃশ্যমান নয়। কোনো অফিসও নেই।
শুরুর দিকে টিএসসির একটি রুমে অফিস থাকলেও বর্তমানে পোর্টালটির কোনো নির্দিষ্ট স্থান নেই। একাধিক সূত্রের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ‘ক্যাম্পাসে নিজস্ব সাংবাদিক বলয়’ তৈরির জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের তখনকার ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সহায়তা এটি চালু করেন। অনুষদটির একদল শিক্ষার্থীর মাধ্যমে এটি চালু হয়।
প্রথমদিকে এটি পরিচালনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা যুক্ত ছিলেন। বর্তমানে প্রভাতফেরী সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি শাহাবুদ্দিন বিজয় পোর্টালটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বলে জানান ইতিহাস বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এম এস আই খান। তিনি ডিইউ টাইমজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ‘DU Timez’ এর সর্বশেষ মডারেটর ছিলেন সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহিম।
অপেশাদার কারবার
বিশ্ববিদ্যালয়ের কোষাগার থেকে এত টাকা ব্যয়ের পরেও অগ্রগতি নেই ফেসবুক পেজটির। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ নিয়ে অল্পকিছু পোস্ট থাকলেও ২০১৭ সালে মাত্র ১৫টি পোস্ট দেওয়া হয়েছে। পেজটিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে ২০১৮ সালে মাত্র তিনটি এবং ২০১৯ সালে একটি পোস্ট রয়েছে। ২০২০ সালে কোনো পোস্ট নেই। ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ নিয়ে একটি পোস্ট করা হলেও এরপর থেকে নিষ্ক্রিয়।
আরো পড়ুন: ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৬ স্বর্ণপদক জয়
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থাকার পরেও শিক্ষার্থীদের একটি অংশের হাতে এ পেজ এবং নিউজ পোর্টাল তুলে দেওয়ায় কার্যত কোনো সুফল মেলেনি। ‘DU Timez’ এর ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, ২০১৭ সালের পর এর কোনো কার্যক্রম নেই। আবার ওয়েবসাইটেও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রেস রিলিজগুলোও প্রচার করা হয় না। ফলে পোর্টালটি না হয়েছে প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক বার্তা ভাণ্ডার, না হতে পেরেছে কমিউনিটি সংবাদ মাধ্যম।
বিশ্ববিদ্যালয়ের অবস্থান
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এক বিবৃতিতে জানিয়েছে, ‘University of Dhaka’ পেজটি দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে এটি বিশ্ববিদ্যালয়ের জন্য নিরাপদ নয়। প্রশাসন নতুন পেজ খুলে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে এবং পুরোনোটি পুনরুদ্ধার করে মুছে ফেলার উদ্যোগ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা জানি না ফেসবুক পেজ এবং নিউজ পোর্টালটি কারা পরিচালনা করছে। তবে নতুন পেজ ভেরিফাই করার প্রক্রিয়া চলছে। শিগগিরই এটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভেরিফাইড পেইজ হবে।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা বলেন, নতুন ফেসবুক পেজটা ভেরিফাই করার কাজ চলছে। এটাকে ভেরিফাই করার জন্য কিছুটা সময় লাগবে। ফেসবুকের ক্রাইটেরিয়া ফুলফিল হলেই হয়ে যাবে। ডিইউ টাইমজ নামে বিশ্ববিদ্যালয়ের নিউজ পোর্টাল আছে সেটা তিনি জানেন না।