‘তওহীদি-জনতা’র ব্যানারে আন্দোলন, শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ PM
নিজ শহর চট্টগ্রামে বাধার মুখে পড়লেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শহরের রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ী-তওহীদি জনতার ব্যানারে বাধার মুখে পড়ে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না তিনি। আজ শনিবার (২ নভেম্বর) রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ওই অভিনেত্রীর একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল।
জানা যায়, বেলা ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এর আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তওহীদি জনতা।’
স্থানীয়রা জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।
এ বিষয়ে শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, রাজনৈতিক সমস্যার কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। আর কিছু বলতে পারছি না।
এর আগে গত ২৯ অক্টোবর শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।