বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১২:১৩ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৩, ১২:২৭ PM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছেন।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।
আরও পড়ুন: ভাঙল নায়িকা মাহির পাঁচ বছরের সংসার
এর আগে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।
এ সময় তিনি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেই শোরুমে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
হামলাকারীরা তার শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুমের বিভিন্ন আসবাব, দরজা-জানালার কাচ, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ডও খুলে ফেলেছে। দুর্বৃত্তরা তার অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।
ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহি।
ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে "ঘুষ" নেওয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন।
সর্বশেষ সংবাদ
- ফেসবুক লাইভে আত্মহত্যার ঘোষণা দিয়ে শোকজ পেলেন ছাত্রলীগ নেতা
- বেশি নম্বর পেয়েও সুপারিশ পাননি, সার্টিফেকেট পুড়িয়ে ফেলতে চান তসলিম
- রবিতে রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের মিলনমেলা ও নবীনবরণ আয়োজিত
- বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তপু-মুগ্ধ
- শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীর যৌন হয়রানির অভিযোগ
- ঢাবির প্রফে প্রথম সলিমুল্লাহ মেডিকেলের তৌহিদ
- অদম্য মোবারক/ব্র্যাকে চাকরি, ব্র্যাকেই সম্পন্ন পড়াশোনা
- এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম
- প্রাইভেট কারে গরু চুরি, তিন যুবককে গণপিটুনি
- শ্রেণিকক্ষে নির্যাতনের শিকার বাবা-ছেলের পাশে ডিসি
- দেশে শিক্ষার হার ৮০ শতাংশের বেশি: স্বাস্থ্যামন্ত্রী