ঢাবির কনসার্টে পথশিশুকে বুকে টেনে নিলেন চিরকুটের সুমি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১০:৪২ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২২, ১১:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অনুষ্ঠিত এক কনসার্টে পথশিশুকে জড়িয়ে ধরেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি।
গতকাল রবিবার (১৬ই অক্টোবর) রাত সাড়ে ১১টায় ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে এ ঘটনা ঘটে।
দেখা যায়, কনসার্টের এক পর্যায়ে কয়েকজন পথশিশু স্টেজে উঠতে চাইলে আয়োজকেরা তাদের সুযোগ করে দেয়। তখন শারমিন সুলতানা সুমি সাথে তাদের কথাবার্তা হয়। শেষে আরেকজন পথশিশু স্টেজে আসলে তখন সুমি জড়িয়ে তাকে ধরেন।
বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। তাৎক্ষণিকভাবে দর্শকরা শারমিন সুলতানা সুমির প্রশংসা করেছেন।
আরও পড়ুন: মহাকাশে সিনেমার শ্যুটিং করবেন টম ক্রুজ!
প্রসঙ্গত, শারমিন সুলতানা সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। সুমি ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের নামটি তার দেয়া। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা।
আলোচিত সিনেমা আয়নাবাজি’র ‘দুনিয়া' গানটি তিনি লিখেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন। গান লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন' সিনেমায়। তন্ময় তানসেনের 'পদ্ম পাতার জল' সিনেমাতেও লিখেছেন। মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’-এ ছিল তার গান।
তাদের প্রথম শ্রোতাপ্রিয় গান ‘জাদুর শহর’ সুমির লেখা। সিনেমার গানের মধ্যে ‘কানামাছি’, ‘দুনিয়া’ তার কলম থেকে জন্ম নিয়েছে।