বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে জনতা ব্যাংকের শাখা

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে জনতা ব্যাংকের শাখা
বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে জনতা ব্যাংকের শাখা  © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ৯২০তম শাখা খুলতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড। বুধবার (০৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ব্যাংকের শাখার জন্য বরাদ্দকৃত কক্ষটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. একরামুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) খান মো. অলিয়ার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, জনতা ব্যাংকের জামালপুর এরিয়া অফিসের ডিজিএম মো. আইয়ুব আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, নতুন অর্থবছরের শুরুতেই ক্যাম্পাসে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ভোগান্তি কমবে।

আরও পড়ুন: সাড়ে ১৫ একর জমি পেল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বিশ্ববিদ্যালয়

ব্যাংকের জিএম মো. একরামুল হক আকন্দ বলেন, ব্যাংকিং কার্যক্রমে জনতা ব্যাংককে বেছে নেওয়ায় এবং ক্যাম্পাসে একটি শাখা খোলার অনুমতি প্রদান করায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। যে কোনো মূল্যে গ্রাহকদের সর্বোচ্চ সেবার মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। এক্ষেত্রে সর্বাধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ক্যাম্পাসে কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি। 

আলোচনা শেষে অতিথিদের নিয়ে ফিতা কেটে ক্যাম্পাসে জনতা ব্যাংকের কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সামসুদ্দিন। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্য ড. মাহমুদুল আলম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার, নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, জনতা ব্যাংক মেলান্দহ শাখার ব্যবস্থাপক মো. শহিদুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ব্যংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence