স্ট্রোক করে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

আলিফ আহমেদ
আলিফ আহমেদ  © টিডিসি ফটো

স্ট্রোক করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডে নিজ বাসায় তিনি মারা যান।

ওই শিক্ষার্থীর নাম আলিফ আহমেদ। তিনি ২০১৭-১৮ বর্ষের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। আলিফ আহমেদ নোয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদের ছেলে।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, রাত ১১টার দিকে বিভাগের একজন সহকর্মীর কাছ থেকে জানতে পারি আমাদের এক শিক্ষার্থী স্ট্রোক করে মারা গেছে। তারা বাসা নোয়াখালীতেই। সে শান্ত স্বভাবের ছিল। কখনও রাগ করতে দেখিনি। সবার কাছে তার আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করছি।

আরও পড়ুন: উত্তাল বশেমুরবিপ্রবি, লাঠিসোটা নিয়ে জড়ো হচ্ছেন স্থানীয়রা

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে আলিফ ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, “মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়ান কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা আরও কঠিন। তার প্রয়ানে একটি সম্ভাবনার মৃত্যু ঘটলো।”

আলিফের সহপাঠীদের থেকে জানা যায়, আলিফ গত কয়েকদিন ধরে খুব হতাশায় ভুগছিলেন। তবে, সে নিয়মিত তাদের সাথে আড্ডা দিয়েছে, গল্প করেছে। তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না বন্ধুরা।

আরও পড়ুন: পাবিপ্রবির রেজিস্ট্রার অফিসে তালা, আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “আলিফের অকাল মৃত্যু আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।”

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আলিফকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরে পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।”


সর্বশেষ সংবাদ