ঘুরতে এসে সাজেকের চূড়া পরিষ্কার করল শিক্ষার্থীরা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঘুরতে এসে কংলাক পাহাড়ের চূড়া পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট সোসাইটির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেয় তারা।

বৃহস্পতিবার কংলাক পাহাড়ের চূড়ায় ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় ট্যুরিস্ট সোসাইটির ২৮ জন সসদ্য উপস্থিত ছিলেন।

ট্যুরিস্ট সোসাইটির আহবায়ক আঞ্জুমান আরা বলেন, আমাদের ট্যুরিস্ট সোসাইটির প্রথম অফিশিয়াল ভ্রমন ছিলো সাজেকে। আমরা শুধু নিজেদের ঘুরাফেরার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ডে লিপ্ত থাকব।

এর ধারাবাহিতায় সাজেকের সর্বোচ্চ পাহাড় কংলাকের যতটুকু সম্ভব অপচনশীল দ্রব্য কুড়িয়ে নিয়েছি। এছাড়া তিনি আরো বলেন, ‘আগামীতেও বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান রক্ষা করার জন্য বিভিন্ন কর্মসূচী পালন করবে ট্যুরিস্ট সোসাইটি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!