চুয়েট পিএমই বিভাগ ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক সই
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ ও পেট্রোবাংলা-এর মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ক পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর বোর্ড রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পেট্রোবাংলার পক্ষে স্বাক্ষর করেন পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মো: আমজাদ হোসেন। এসময় চুয়েটের পক্ষে উপস্থিত ছিলেন চুয়েট পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। পাশাপাশি পেট্রোবাংলার পক্ষে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) প্রকৌশলী মো: রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো: শোয়েব।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী দিন আজ ২৯ এপ্রিল (মঙ্গলবার) পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম-এর নেতৃত্বে বিভাগের শিক্ষকবৃন্দ চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে অধ্যাপক সায়েম চুক্তির বিভিন্ন দিক এবং এর সম্ভাব্য সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
চুয়েট উপাচার্য এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ ধরনের চুক্তি শিক্ষার্থী ও গবেষকদের জন্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের জ্বালানি ও খনিজ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে সহায়ক হবে।’
চুক্তি সম্পর্কে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, ‘চুয়েট পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে পেট্রোবাংলার সমঝোতা স্মারক সই দেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, ইন্টার্নশিপ ও গবেষণার বাস্তবভিত্তিক তথ্য এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। একইসাথে দক্ষ পিএমই গ্র্যাজুয়েটরা ভবিষ্যতে দেশীয় পেট্রোলিয়াম ও মাইনিং খাতের নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।’
উল্লেখ্য, এই চুক্তি সাক্ষরের মাধ্যমে পিএমই বিভাগের শিক্ষার্থীদের গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য, ইন্টার্নশিপ, ফিল্ড ভিজিট এবং অগ্রসরমান প্রযুক্তির সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ পাবে যা ভবিষ্যতে গ্রাজুয়েটদের পেশাগত অগ্রযাত্রায় সহায়ক হবে