‘ভিসিকে নামাইলে কেন’—বলে কুয়েটের চার শিক্ষার্থীকে পেটাল বহিরাগতরা
- কুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীদের পিটিয়েছে বহিরাগতরা। এ সময় হামলাকারীরা ‘ভিসিকে নামাইলি কেন’ বলে মারধর করেন বলে অভিযোগ তুলেছে ১৯ ব্যাচের চার শিক্ষার্থী। তবে মারধরকারীদের পরিচয় চিহ্নিত করতে পারেনি মারধরের শিকার শিক্ষার্থীরা।
শনিবার (২৬ এপ্রিল)খুলনা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইইই বিভাগের ১৯ ব্যাচের শেখ মুজাহিদ, মো. ওবায়দুল্লাহ, গালিব রাহাত এবং টিই বিভাগের ১৯ ব্যাচের মো. মোহন আলী।
মারধরকারী এক শিক্ষার্থী জানান, আমরা রাত ৮টার দিকে খুলনা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে খেতে যায়। তখন ১০ থেকে ১২ জনের একটি দল এসে আমাদের এক ব্যাচম্যাটকে ডেকে নিয়ে যায় যে ভেতরে আসো। তখন আমরা বললাম, আমরা তো কুয়েটের স্টুডেন্ট, যা বলার আমাদের এখানে বলেন। তখন আমাদের দোকানের ভিতরে নিয়ে গিয়ে প্রথমে চড়-থাপ্পড় দেয়। পরপর একজন করে নিয়ে যায়। প্রত্যেককে পাঁচ সাতটা বাড়ি দিয়ে আমাদের ছেড়ে দেয়। মারারা পরে আমরা সরি বলে আরও দশ মিনিট ববেস ছিলাম। পরে আমরা ক্যাম্পাসে ব্যাক করি।
তাদের পরিচয় এখনো জানতে পারিনি। তবে মারার সময় বলছে, ‘ভার্সিটির ভিসিকে কেন নামাইলি। নামানোর পরে কেন আনন্দ করছিস।’
তাদের পরিচয় জানতে চাইলে তিনি জানান, নাম দিবেন না আমাদের। আমাদের নাম জানলে পারলে পরিবার দুশ্চিন্তা করবে।
এ বিষয়ে জানতে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল্লাহ ইলিয়াস আখতারকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। এছাড়াও শিক্ষার্থীদের দেখতে এসেও কোনো মন্তব্য করেননি।
বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. এস কে শরীফুল আলম ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মারধরের ঘটনা শুনে আমি দেখতে এসেছি তাদের। তবে আমি একটা জায়গায় খুবই বিব্রত। কারণ তারা মারধরের সময় নাকি বলছে প্রো-ভিসির পক্ষ নিয়ে আন্দোলন কেন করলি, ভিসিকে কেন নামাইলি। এখন তাদের চিকিৎসা চলছে।