কুয়েটে অনশনরত আরেক শিক্ষার্থী অসুস্থ, নেওয়া হয়েছে মেডিকেল সেন্টারে

অনশনে অসুস্থ হয়ে পড়েছেন সাইফুল ইসলাম
অনশনে অসুস্থ হয়ে পড়েছেন সাইফুল ইসলাম  © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)  ভিসি ড. মুহাম্মাদ মাছুদকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন আরেক শিক্ষার্থী। তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে কুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাকে স্যালাইন সরবরাহ করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে সাড়ে সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে পড়া ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ২২ ব্যাচের শিক্ষার্থী।

‎কুয়েট মেডিকেল সেন্টারে দায়িত্বরত চিকিৎসক জানান, আলসারের জন্য তার পেটে ব্যথা শুরু হয়েছে এবং বাকি সমস্যাগুলো ডিহাইড্রেশন এবং শারিরীক দুর্বলতার কারণে।

অনশনরত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, গতকাল রাত থেকেই উক্ত শিক্ষার্থী দুর্বল হতে শুরু করেন।অনেকে তাকে অনশন ভেঙে ফেলার পরামর্শও দিতে থাকেন।'কিন্তু দাবি আদায়ে দৃঢ় থাকা এই শিক্ষার্থী অনশন চালিয়ে যান।

এর আগে, মঙ্গলবার (২২ এপ্রিল) অনশনরত অবস্থায় তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। 


সর্বশেষ সংবাদ