কুয়েটে যাচ্ছেন ইউজিসির ৩ সদস্যের প্রতিনিধি দল 

কুয়েট ও ইউজিসি
কুয়েট ও ইউজিসি  © টিডিসি সম্পাদিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলমান অনশন কর্মসূচির প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর একটি প্রতিনিধিদল সেখানে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম। জানা গেছে, ওই প্রতিনিধি দলে ইউজিসির দুইজন সদস্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন যুগ্ম সচিব সেখানে যাবেন বলে জানা গেছে। 

মঙ্গলবার  (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। 

ইউজিসির সচিব মো. ফখরুল ইসলাম জানান, ইউজিসির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে আহ্বায়ক করে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিবকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি কমিটি সেখানে পাঠানো হবে।  এতে সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান। 

এর আগে ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ