কুয়েটের পরিস্থিতি পর্যালোচনা করতে যাবে ইউজিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ চলমান অনশন কর্মসূচির প্রেক্ষিতে ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সেখানে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কি হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না।’
হাসনাত আরও লিখেছেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লেখেন, দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন।’
এদিকে উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসেছে ৩২ জন শিক্ষার্থী। তারমধ্যে ৩জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিষয়টি নিয়ে জরুরি সভা ডেকেছেন উপাচার্য
অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।