রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আগামীকাল

রুয়েট
রুয়েট  © লোগো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ১ম পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম আগামীকাল। ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের আগামীকাল বুধবার (১৯ মার্চ) রুয়েট গেস্ট হাউজে নিরীক্ষা বোর্ডের কাছে স্ব-শরীরে উপস্থিত হতে হবে। এবার ভর্তি ফি ধরা হয়েছে ১৮ হাজার ৫০০ টাকা।

১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম সাক্ষরিত ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ মার্চ ১ম পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত প্রার্থীদের সশরীরে নিরীক্ষা বোর্ডের নিকট উপস্থিত হতে হবে। যাচাই-বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্রাদি যাচাইপূর্বক জমাদানের পর ঐ দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরের দিন বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০.০০ ঘটিকায় প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮৫০০/- (আঠারো হাজার পাঁচ শত টাকা) রূপালী ব্যাংক পিএলসি, রুয়েট শাখায় একই দিন দুপুর ২.০০ ঘটিকার মধ্যে জমা প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোন প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করে একই দিনে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতিক্রমে উল্লিখিত ব্যাংকে জমা দিতে পারবে।

ভর্তির সময় প্রার্থীকে যে সমস্ত সনদপত্রাদি জমা দিতে হবে: 
১। অনলাইনে পূরণকৃত প্রিন্টেড ভর্তি ফরমের কপি
২। মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র।
৩। মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেড শীট এর মূল কপি।
৪। শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
৫। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেড শীট এর মূলকপি।
৬। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রশংসাপত্রের মূলকপি।
৭। সদ্য স্টুডিওতে তোলা (অনধিক ০৩ মাস) ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়ন ব্যতীত)।
৮। স্বাক্ষর সম্বলিত রুয়েট এর লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৯। সংরক্ষিত আসনে ভর্তির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট।
* উপজাতি/ ক্ষুদ্র জাতিসত্তা / নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল/হেডম্যান/গোত্র প্রধান প্রদত্ত সার্টিফিকেট, যা স্থানীয় থানা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চিকিৎসা বোর্ড ভর্তির জন্য বিবেচিত সকল প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য পরীক্ষায় যদি হৃদরোগ, দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির ত্রুটি অথবা কোন প্রকারের শারীরিক বা মানসিক অক্ষমতা ধরা পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অথবা পেশাগত কার্য নির্বাহ প্রার্থীর পক্ষে অসুবিধা হতে পারে বলে ভর্তি কমিটির নিকট প্রতীয়মান হয়, তাহলে তাকে ভর্তির অনুপযুক্ত বলে গণ্য করা হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তির দিনে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে ‘ব্লাড গ্রুপ টেস্ট’ এর রিপোর্ট নিয়ে আসতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ডের নিকট জমা দিতে হবে। প্রয়োজনবোধে চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল টেস্ট রিপোর্ট যথাসময়ে দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসা বোর্ডের নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে। মেডিকেল টেস্টের দিন চশমা ব্যবহারকারী ছাত্র-ছাত্রীদের অবশ্যই চশমা সঙ্গে আনতে হবে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করা যেতে পারে। 

ভর্তি সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি:
১. প্রার্থী ভর্তির নির্ধারিত দিনে উপস্থিত না হলে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না ।
২.ভর্তিকৃত ছাত্র-ছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলের আবেদন করতে পারবে। অভিভাবক বা অন্য কারো মাধ্যমে ভর্তি বাতিলের সুযোগ নেই।
৩.ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর প্রদত্ত কোন তথ্য পরবর্তীতে ভুল প্রমাণিত হলে ভর্তি এবং ছাত্রত্ব বাতিল হবে।
৪. ১ম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩ মার্চ এর মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেয়া হবে ।
৫.আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধাস্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলবে। তবে আবেদন করে  অটো মাইগ্রেশন বন্ধ করা যাবে। উল্লেখ্য যে, একবার  অটো মাইগ্রেশন বন্ধ করলে তা আর চালু করা যাবে না ।
৬. প্রার্থীর মেধাস্থান ও পছন্দক্রম অনুসারে সর্বশেষ  অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগেই ক্লাস শুরু করতে হবে।
৭.ভর্তিকৃত কোন প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়মাবলি মেনে ওরিয়েন্টেশনের ০৩ (তিন) দিন পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে। ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী করতে হবে।
৮.অনিবার্য কারণবশত ভর্তির তারিখ পরিবর্তন করা হলে, তা ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এর মাধ্যমে প্রকাশ করা হবে।
৯. ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।  


সর্বশেষ সংবাদ