পবিপ্রবিতে গণরুম প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত
- পবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আজাদী মঞ্চের উদ্যোগে গণরুম প্রিমিয়ার লিগ (জিপিএল) অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি গণরুমের মোট আটটি দল অংশগ্রহণ করে। এতে রাজদরবার রয়্যালস চ্যাম্পিয়ন এবং গ্রাভিটন ওয়ারিয়র্স রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
সুলায়মান বান্নার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ, শেরেবাংলা হল-২-এর প্রভোস্ট অধ্যাপক ড. নিজাম উদ্দিন এবং আজাদী মঞ্চের আহ্বায়ক মো. জান্নাতীন নাঈম জীবন। আয়োজক কমিটির পরিচালক মুহতাসিম আরাফ-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসনে প্রতি লড়বেন ৫৫ জন
অনুষ্ঠানে শেরেবাংলা হল-২-এর প্রভোস্ট অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, ‘খেলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যা শিক্ষার্থীদের পুরো বিশ্ববিদ্যালয়জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, ‘ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের ক্রিকেটার তৈরি হবে।’
প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইকতিয়ার উদ্দিন বলেন, ‘চরিত্র গঠনের অন্যতম মাধ্যম হলো ক্রীড়া। এটি শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখে। তাই বলা হয়— ‘সুস্থ দেহ, সুস্থ মন’, আর সুস্থ মন গঠনে ক্রীড়ার প্রয়োজনীয়তা অপরিসীম।’