গোপালগঞ্জের প্রথম নারী উডব্যাজার বশেমুরবিপ্রবি শিক্ষক হালিমা খাতুন

বশেমুরবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মোছা. হালিমা খাতুন
বশেমুরবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মোছা. হালিমা খাতুন  © সংগৃহীত

গোপালগঞ্জ জেলা রোভারের প্রথম নারী উডব্যাজার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. হালিমা খাতুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের ‘ক’ ইউনিটের রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. হালিমা খাতুন রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক, অ্যাডভান্স এবং স্কিল কোর্স সম্পন্ন করার পর উডব্যাজ অর্জন করেন। তার এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং গোপালগঞ্জ জেলা রোভারের জন্য এক অনন্য মাইলফলক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো পড়ুন: বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে অন্যতম সহযোগী প্রভোস্ট ও বিভাগের চেয়ারম্যান: গবেষণার তথ্য

উল্লেখ্য, ৯ জানুয়ারি বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক পত্রে দেশের ৫২ জন রোভার স্কাউট লিডারকে উডব্যাজ পার্চমেন্ট প্রদান করা হয়। এর মধ্যে ড. হালিমা খাতুন অন্যতম। এর আগে গোপালগঞ্জ জেলা রোভার শাখায় এমন কৃতিত্ব অর্জনের ইতিহাস ছিল না। 

তার এ অর্জন রোভার স্কাউট কার্যক্রমে নারীদের আরও অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের স্কাউটিংয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। এ সাফল্যে গোপালগঞ্জ জেলা রোভার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার উচ্ছ্বসিত বলে জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ