পবিপ্রবির নতুন রেজিস্ট্রার ড. ইকতিয়ার উদ্দিন

অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন
অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন বিএনপিপন্থী শিক্ষক সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।

আজ ৫ ডিসেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফের পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত সব দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সঙ্গে অধ্যাপক মো. আবদুল লতিফকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে।’

আরও পড়ুন: জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না দিলে ফের আন্দোলনের হুঁশিয়ারি

নব নিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও প্রশাসনিক গতিশীলতা অর্জনের পাশাপাশি বৈষম্যহীন  ও শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। একই সঙ্গে পবিপ্রবিকে সেন্টার অব এক্সিলেন্স তৈরির কাজে ভাইস চ্যান্সেলর মহোদয়ের হাতকে শক্তিশালী করব।’


সর্বশেষ সংবাদ