রুয়েটের আবেদন শুরু কাল, প্রিলি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০২:১৭ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৪ জানুয়ারি)। এবার ভর্তি পরীক্ষা প্রাক- নির্বাচনী (বহুনির্বাচনি) ও নির্বাচনী (লিখিত) ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে।
রুয়েট ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বি. এস. সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা—
১। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা:
ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ।
খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২১ খ্রি. অথবা ২০২২ খ্রি. সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে ।
গ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৪ খ্রি. সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এ চার বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম জিপি ৪.০০ (চার) সহ মোট জিপি ১৮.০০ (আঠারো) পেতে হবে ।
ঘ) প্রার্থী GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘B’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘B' গ্রেড পেয়ে পাশ হতে হবে। উল্লেখ্য, প্রার্থীকে ২০২৩ খ্রি. এর নভেম্বর বা তারপরে ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
ঙ) কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ খ্রি এর উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।
আবেদনের নিয়ম—
আবেদন করার নিয়ম ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে নির্দেশনা মোতাবেক আবেদন ফরম পূরণ করে তা অনলাইনে Submit করতে হবে।
RUET এর ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতিতে প্রাথমিক আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে। অতঃপর আবেদনটি চূড়ান্তভাবে দাখিল (Final Submit) করতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী নির্বাচন-
(ক) নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত সকল বৈধ আবেদনপত্রের মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজী-এ চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে। প্রার্থী সংখ্যা বেশী হলে এ তালিকা থেকে প্রথম ২৪,০০০ (চব্বিশ হাজার) জন প্রার্থীকে প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। তবে ২৪,০০০ (চব্বিশ হাজার)-তম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ২৪,০০০ (চব্বিশ হাজার)-তম প্রার্থীদের মধ্য হতে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে ।
(খ) উপরে উল্লিখিত শর্তাবলি পূরণ সাপেক্ষে প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ তিন শিফটে বিভক্ত করে প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষা নেয়া হবে। পরিসংখ্যান ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে প্রতিটি শিফটে উপস্থিত প্রার্থীদের মেধার বিন্যাসের সমতুল্যতা নিশ্চিত করা হবে।
(গ) নির্বাচনী পরীক্ষা (লিখিত)-তে অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রুয়েটে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—
আবেদনপত্র গ্রহণ, প্রাক- নির্বাচনী পরীক্ষা, মূল ভর্তি পরীক্ষা ইত্যাদির তারিখ ও সময়সূচি হলো—
১. অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শুরু: ০৪ জানুয়ারি ২০২৫, সকাল ১০টা।
২. অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা শেষ: ১৪ জানুয়ারি ২০২৫, রাত ১১:৫৯।
৩. মোবাইল/অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ: ১৫ জানুয়ারি ২০২৫, বিকাল ৫টা।
৪. প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ ২৪ জানুয়ারি ২০২৫, রাত ১১:৫৯।
৫. প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৫ জানুয়ারি ২০২৫।
৬. প্রাক- নির্বাচনী পরীক্ষা: ৮ ফেব্রুয়ারি ২০২৫ (পরীক্ষার শিফট ও সময় পরবর্তী সময়ে রুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।)
৭. লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫।
৮. নির্বাচনী (লিখিত) পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৬ ফেব্রুয়ারি ২০২৫।
৯. নির্বাচনী(লিখিত) ভর্তি পরীক্ষা: ২০ ফেব্রুয়ারি ২০২৫।
(মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট।)
৯. ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ৮ মার্চ ২০২৫।
পরীক্ষার নম্বর—
প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষার বিষয়সমূহ, প্রশ্ন পত্রের ধরণ ও নম্বরের বিন্যাস: বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য ‘ক’ ও ‘খ’ গ্রুপের আওতায় এক দিনে সর্বোচ্চ তিন শিফটে প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী (MCQ) পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ১০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতি ভুল উত্তরের জন্য শতকরা ২৫ শতাংশ নম্বর কর্তন হবে। গণিত, পদার্থ, রসায়ন প্রতিটি বিষয়ে ৩০ টি প্রশ্ন ও ইংরেজি বিষয়ে ১০ টি প্রশ্ন থাকবে। প্রাক-নির্বাচনীর জন্য সময় ১ ঘণ্টা।
নির্বাচনী পরীক্ষা (লিখিত)-এর বিষয়সমূহ, প্রশ্নপত্রের ধরণ ও নম্বরের বিন্যাস: নির্বাচনী পরীক্ষা (লিখিত)-তে ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপের ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪ টি প্রশ্ন দেওয়া হবে, সময় থাকবে ১ ঘণ্টা। লিখিত পরীক্ষায় গণিত,পদার্থ, রসায়ন থেকে প্রতিটি ১০০ নম্বর ও প্রতিটি বিষয়ে ১০ টি করে প্রশ্ন থাকবে। ইংরেজি বিষয়ে ৫ টি প্রশ্নে, ৫০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
মোট আসনসংখ্যা কত—
সংরক্ষিত আসনসহ মোট আসন ১২৩৫টি। সংরক্ষিত আসন (বান্দরবান জেলার অধিবাসী : ০১ টি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী = ০৪ টি)
আবেদন ফি—
গ্রুপ ‘ক’: প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আবেদন ফি ১২৫০ টাকা।
গ্রুপ ‘খ’: প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আবেদন ফি ১৪৫০ টাকা।