মেরিটাইম ছাত্র সংসদ কেমন হবে, নিজেদের মত জানালেন শিক্ষার্থীরা

মাকসু গঠন নিয়ে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা
মাকসু গঠন নিয়ে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের লক্ষ্যে উন্মুক্ত আলোচনা সভা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালের অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের মতামত জানান। সভায় তারা মাকসু গঠনের যৌক্তিকতা ও প্রক্রিয়া নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে উপস্থিত সবার সামনে মাকসুর গঠনতন্ত্রের ওপর আলোচনা করা হয়। এ সময় মাকসুর লক্ষ্য, উদ্দেশ্য, নির্বাচন প্রক্রিয়া, আচরণবিধি ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় শিক্ষার্থীরা মাকসুর বিভিন্ন দিক নিয়ে তাদের পরামর্শ ও মতামত দেন।

সভায় মাকসুর প্রস্তাবিত নির্বাচন প্রক্রিয়া  উত্থাপন করা হয়। এতে বলা হয়, ২১ সদস্যের এ কমিটিতে সভাপতির দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০ জন প্রতিনিধি নির্বাচন করা হবে দু’টি ধাপে—ডিপার্টমেন্টভিত্তিক নির্বাচন এবং কেন্দ্রীয় নির্বাচন। সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (পদাধিকার বলে) দায়িত্ব পালন করবেন। 

এছাড়া নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ২০ জন শিক্ষার্থী প্রতিনিধি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বে থাকবেন। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে চারজন প্রতিনিধি নির্বাচিত হবে। এর মধ্যে—চতুর্থ বর্ষ থেকে ২ জন (ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীর ভোটে নির্বাচিত), তৃতীয় বর্ষ থেকে ১ জন (শুধু তৃতীয় বর্ষের নিজের ক্লাসের শিক্ষার্থীদের ভোটে), দ্বিতীয় বর্ষ থেকে ১ জন (শুধু দ্বিতীয় বর্ষের নিজের ক্লাসের শিক্ষার্থীদের ভোটে)। এ ৪ জনের মাধ্যমে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হবে।

প্রতিটি ডিপার্টমেন্ট থেকে চতুর্থ বর্ষের নির্বাচিত ২ জনের মধ্যে যেকোনো একজন (সর্বোচ্চ ভোট/দুজনের মধ্যে আলোচনা সাপক্ষে) কেন্দ্রীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক শিক্ষার্থী এ নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রত্যেক শিক্ষার্থী দুইজনকে ভোট দিবেন।

কেন্দ্রীয় নির্বাচনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত শিক্ষার্থী সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক- এভাবে ক্রমান্বয়ে বিভিন্ন পদে নির্বাচিত হবেন। চতুর্থ বর্ষ, তৃতীয় বর্ষ এবং দ্বিতীয় বর্ষ থেকে নির্বাচিত সদস্যরা পর্যায়ক্রমে অন্যান্য পদে নিযুক্ত হবেন।

আরো পড়ুন: কুয়েটের ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ, প্রবেশপত্র ডাউনলোড শুরু

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবিতে ১৭ দফা দাবি পেশ করে। দাবিগুলোর মধ্যে ৪ নম্বর দাবি ছিল, একটি অরাজনৈতিক, স্বতন্ত্র ও সম্পূর্ণরূপে ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত ছাত্র সংসদ ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (মাকসু)’ গঠন করা। 

বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কমিটিতে (সিন্ডিকেট, সিনেট) এ ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে তাদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া। ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাকসু গঠনের রূপরেখা প্রদানের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন।

পরবর্তীতে, ১৭ দফা দাবি বাস্তবায়ন ও মাকসু গঠন বিষয়ে দফায় দফায় বৈঠক এবং সিন্ডিকেট সভায় আশানুরূপ সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ১৫ ডিসেম্বর আন্দোলনে নামেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেন।


সর্বশেষ সংবাদ