ছাত্রশিবিরের আয়োজনে পাবিপ্রবির শিক্ষার্থীদের নবীন বরণ

ছাত্রশিবিরের আয়োজনে পাবিপ্রবির শিক্ষার্থীদের নবীন বরণ
ছাত্রশিবিরের আয়োজনে পাবিপ্রবির শিক্ষার্থীদের নবীন বরণ  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবনা শহর শাখার উদ্যোগে পাবনার রত্মদ্বীপ রিসোর্টে দুইশত পঞ্চাশজন শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুর ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাইমেনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, 'আজকে আমরা যাদের নিয়ে এ অনুষ্ঠান করছি তাদের কাছে প্রত্যাশা তারা এ দেশ এবং জাতির জন্য তৈরি হবে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। ক্লাসে কীভাবে ভালো ফলাফল করা যায় সে জন্য শিক্ষক, সিনিয়রদের পরামর্শ নিতে হবে। ক্লাসে নিয়মিত পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তবে আপনাদেরকে শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হবেনা। পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে যুক্ত হবে। যার যেটা ভালো লাগে সেই ধরনের ক্লাবে যুক্ত হয়ে যাবেন, যাতে আপনি পড়াশোনার বাইরের জগতটা জানতে পারেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিকল্প নাই। তবে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা কঠিন।'

তিনি আরো বলেন, 'ছাত্রশিবির এদেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি প্রতিটি সেক্টরে সৎ ও দক্ষ লোক তৈরি করার। আমরা বৈষম্যমুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, সে জন্য আপনাদের তরুণদের আমাদের বেশি প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাই-আগস্টে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের ছাত্র-জনতার আন্দোলন। শিবির এই আন্দোলনকে কখনো নিজেদের একার দাবি করেনা। তবে আন্দোলনে শিবির শিবিরের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দলাদলি করা হচ্ছে। আমরা বলবো শহীদদের নিয়ে দলাদলি বন্ধ হোক, শহীদরা সবার।'
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাইমেনুল ইসলাম, পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence