মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

মূল ফটকের তালা ভেঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে জমায়েত হয়ে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের অভিমুখে রওনা হয় এবং এক পর্যায়ে গেটে লাগানো তালা ভেঙে সেখানে প্রবেশ করে। 

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায়সঙ্গত দাবিগুলোর সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭২ জন শিক্ষক। সকল হত্যাকান্ডের আন্তর্জাতিক সংস্থা সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ