বিসিএস ছেড়ে দুদকে যোগদান

পিএসসি ও দুদক লোগো
পিএসসি ও দুদক লোগো   © সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডার ছেড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পদে যোগদান করেছেন মো. সোহানুর রহমান নামে এক কর্মকর্তা। সোহানুর রহমান ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. সোহানুর রহমান, প্রভাষক (পরিসংখ্যান), ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা এর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদে চাকরি হওয়ায় সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাকে ১৫/০৬/২০২২ খ্রিস্টাব্দ থেকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি হতে স্বেচ্ছায় ইস্তফা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ 

আরও পড়ুন : ‘শিক্ষাব্যবস্থা এগিয়ে যাওয়ায় চা শ্রমিকরা অধিকার আদায়ে গর্জে উঠেছে’

এদিকে প্রজ্ঞাপনটি পরবর্তী গেজেটে প্রকাশে অনুরোধক্রমে বাংলাদেশ ফরম ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা প্রমুখ বরাবর জানানো হয়েছে। 


সর্বশেষ সংবাদ