পুলিশ দিয়ে ছাত্রদের নিয়ন্ত্রণ করা যাবে না: শিক্ষা সচিব

মো. আবু বকর ছিদ্দীক
মো. আবু বকর ছিদ্দীক  © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, ছাত্রদের শিক্ষকরা কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটি ভাবতে হবে। পুলিশ দিয়ে ছাত্রদের নিয়ন্ত্রণ করা যাবে না।

বুধবার (২০ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষা সচিব বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা দেখেছি ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি হয়েছে। ছাত্র-শিক্ষক সম্পর্ক আরও উন্নত করতে হবে। আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনায় পুলিশ দিয়ে ছাত্রদের নিয়ন্ত্রণ করা হয়েছে। এটি করা যাবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি আবার শিক্ষার্থীদের সামনে দেয়াল তুলে দিচ্ছি। শিক্ষার্থীরা কেন একবার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে? ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ না থাকা অযৌক্তিক।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম না থাকা ‘অযৌক্তিক’

তিনি বলেন, আমরা এটা ভুলে যাই যে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে তারা নিজেদের মেধার মাধ্যমেই সুযোগ পাচ্ছে। তাহলে একবারের বেশি কেন সে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না?

ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষার সুযোগ অবারিত হতে হবে। একজন শিক্ষার্থী আইন নিয়ে পড়ালেখা করেছে বলে সে কেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পাবে না। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি করা হয়েছে। এই বাধা দূর করতে হবে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence