ছয় বছর পর হচ্ছে বিসিএস শিক্ষা সংসদের নির্বাচন

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ভবন
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ভবন  © ফাইল ফটো

দীর্ঘ প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিএস শিক্ষা সংসদের নির্বাচন। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন হবে। ১২৩টি পদে ছয়টি প্যানেল অংশ নিচ্ছেন প্রার্থীরা।

জানা গেছে, শিক্ষা ক্যাডারে প্রায় ১৪ হাজার কর্মকর্তা রয়েছেন। শিক্ষা প্রশাসন ও সরকারি কলেজে চাকরি করছেন তাঁরা। এর মধ্যে সাধারণ সদস্যদের কাছে এই নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে। তারা বলছেন, যে সব প্রার্থী বৈষম্য রোধে কাজ করবেন এবং কাজ করেছেন আগে, তাদের ভোট দেবেন।

আজমতগীর-জাফর ঐক্য প্যানেলের যুগ্ম মহাসচিব প্রার্থী বিপুল চন্দ্র সরকার বলনে, ক্যাডারের সমস্যা সমাধানে তারা সবসময় সক্রিয়। বিভিন্ন সময়ে পদোন্নতি, প্রশিক্ষণের সমস্যা দূর করতে প্যানেলের সদস্যরা কাজ করেছেন। এ জন্য ভোটাররা তাদেরকে পছন্দের শীর্ষে রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আরো পড়ুন: মানদণ্ড ঠিক থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

এই প্রার্থী বলেন, জয়ী হলে ক্যাডারের সমস্যা সমাধানে ১০০ দিনের কর্মসূচি দেবেন। পদ আপগ্রেডেশন, পদোন্নতি জট কাটানো ও নতুন পদ সৃষ্টি, কর্মস্থলে এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্যানেলের মূল লক্ষ্য।

অপরদিকে শাহেদ-রেহেনা প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক শাহেদুল খবির জানান, জয়ী হলে পদ সৃষ্টি করা, ব্যাচভিত্তিক পদোন্নতি অব্যাহত রাখা, সব অধিদপ্তর, ইনস্টিটিউট, প্রকল্পে পদায়ন নিশ্চিত করতে কাজ করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence