© ফাইল ফটো
দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ৪৪ জন শিক্ষককে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মোছা. শাম্মী আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া শিক্ষকরা তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকবেন।
এছাড়াও বদলি সংক্রান্ত এই প্রজ্ঞাপন ইতোমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে পাঠানো হয়েছে এবং নতুন কর্মস্থলে যোগদানের আগে পুরোনো কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন দেখুন এখানে।